প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪
টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ শ্রেণীর ২ জন শিক্ষার্থী ইমরান ও শাকিলকে অপহরণের পর হত্যার ঘটনার মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড, ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রত্যাককে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহাদুর মিয়া, মিল্টন, রনি মিয়া। আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, আব্দুল মালেক, শাহিনুর, জহিরুল ইসলাম। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, মো. শামিম, আরিফ জাকির হোসেন।