কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসাছাত্র আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
রবিবার দুপুর ২টার দিকে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেনের খাস কামরায় আসামিদের জবানবন্দী রেকর্ড করা হয়।
পুলিশ ও আদালত সূত্র জানায়, দুই মাদ্রাসাছাত্রকে দুপুর ২টার দিকে আদালতে নেয়া হয়। এরপর ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করতে তাদের নেয়া বিচারকের এজলাসে। এ দুই আসামির মধ্যে প্রথমে খাস কামরায় নেয়া হয় নাহিদকে। বিচারক প্রায় দুই ঘণ্টা নাহিদের জবানবন্দী রেকর্ড করেন। এরপর আবু বক্কর ওরফে মিঠুনের জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দীতে আসামিরা দোষ স্বীকার ও ভাস্কর্য ভাঙচুরের বিশদ বিবরণ দেয়।