প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ২১:১৬
জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সকল সরকারি চাকুরিজীবী কর্মচারীদের সমন্বয়ে স্বাস্থবিধি মেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(১২ ডিসেম্ভর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সারা দেশের ন্যায় কুষ্টিয়ায় জাতির পিতার ভাষ্কর্য দুর্বিত্বদের দ্বারা ক্ষতিগ্রস্থ্য ও অবমাননা হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে সকল সরকারি চাকুরিজীবী কর্মচারিদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কিছুদিন পূর্বেও আমাদের জাতীয় সংগীত বিকৃতভাবে পরিবেশন করছে।তাঁদের এ দৃষ্টতা রুখতে হবে।জাতির পিতার প্রতি অবমাননা কিছুতেই মেনে নেয়া যায় না।মতবিনিময় অনুষ্ঠানে স্কুল কলেজের সকল শিক্ষক উপজেলার সর্বস্থরের সরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ ও উল্লাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রিয়াজুল ইসলাম সবুজ,সাধারণ সম্পাদক শিশির আলম সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।