“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এ দীপ্ত স্লোগানকে সামনে রেখে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকতা ও কর্মচারীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর সহকারী কমিশনার আব্দুল হাই সিদ্দিকী, সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক সহ সকল সরকারি কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী তার বক্তব্যে বলেন,যে নেতার অঙ্গুলির ইশারায় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তাকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করা হবেনা।তিনি বলেন আজ স্বাধীনতা পেয়েছি বলেই আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী হতে পেরেছি এবং উন্নত জীবন যাপন করতে পারছি।জাতির পিতা ছিলেন বলেই আমরা বিশ্বের বুকে বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।যারা ৭১ সালে স্বাধীনতা চায়নি ৭৫ সালে জাতির পিতার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল তারাই আজ মাথা উঁচু করে দাঁড়াতে চাইচ্ছে,তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবেনা।