প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২০, ৪:৪৯
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, নিহতরা মোটরসাইকেল করে নওগাঁ শহর থেকে সন্ধ্যায় পর এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে।
এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।