১৭ বছর ধরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার আ.লীগ কার্যালয়ে! অবশেষে বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৬ই মার্চ ২০২৫ ০৫:৩৬ অপরাহ্ন
১৭ বছর ধরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার আ.লীগ কার্যালয়ে! অবশেষে বিচ্ছিন্ন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আওয়ামী লীগ কার্যালয় ও পাশের কয়েকটি দোকানে দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) পানছড়ি বিউবো অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে, তবে কোনো জরিমানা ছাড়া এটি করা হয়।


পানছড়ি বিউবো’র সহকারী আবাসিক প্রকৌশলী চঞ্চল চৌধুরী জানান, আওয়ামী লীগ কার্যালয়ে বিদ্যুৎ সংযোগের বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধতন কর্মকর্তার কাছে লিখিতভাবে চিঠি পাঠানো হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ অফিসের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যুৎ চুরি করা হচ্ছে, যা সরকারি তহবিল থেকে লক্ষ লক্ষ টাকার অপচয় হচ্ছে। স্থানীয়রা আরও জানান, আনুমানিক ৫০ লাখ টাকা বিল ফাঁকি দিয়ে তারা এসব অবৈধ সংযোগ ব্যবহার করেছেন। তারা প্রশ্ন করেছেন, এতদিন কেন বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি এবং এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


এ বিষয়ে, পানছড়ি বিউবো’র আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ জানান, তিনি সম্প্রতি এখানে দায়িত্বে এসেছেন এবং অভিযোগ উঠা অবৈধ সংযোগের বিষয়ে তার কোনো পূর্ব-জ্ঞান ছিল না। তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


এদিকে, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর, বিষয়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়। জনগণের মতে, সরকারের লাখ লাখ টাকা অপচয়ের ফলে তাদের ওপর বাড়তি চাপ পড়েছে, যা সমাধান প্রয়োজন।