মেয়েরা গোপনে ইন্টারনেটে বেশি সার্চ করেন যা

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই অক্টোবর ২০২২ ০৭:২৮ অপরাহ্ন
মেয়েরা গোপনে ইন্টারনেটে বেশি সার্চ করেন যা

মেয়েরা কখন কি খোঁজে বলা মুশকিল। কথায় বলে লক্ষ্মী চঞ্চলা।আদপে মেয়েরা যে লক্ষ্মী হয়, আর তাদের মনও চঞ্চল এই বিষয়টা অনেক বাবা মা জানেন। কিন্তু,মেয়েরা বড় হলে ফোনে কি দেখে লুকিয়ে লুকিয়ে সেটা কিন্তু সবার পক্ষে জানা সম্ভব নয়,এই ব্যাপারে অন্য আরেকটি মেয়েই সবটা জানতে পারে। চলুন আজ দেখে নিই মেয়েরা গোপনে কি কি খোঁজে অনলাইনে।


১) চুলের গোড়া মজবুত করবো কি ভাবে? বা হেনা করার উপকারিতা। অর্থাৎ চুল সংক্রান্ত তথ্য,সেটি চুল বাঁধা হোক বা চুলের জেল্লা বাড়ানোর টিপস্।


২) রান্নার টিপস্। মেয়েরা রান্নার নানান ভিডিও দেখে এবং পরে সেগুলি কাজে লাগান রান্নাঘরে গিয়ে।


৩) ট্যাটু সম্পর্কে নানান ভিডিও ও আর্টিকেল পড়ে মেয়েরা। ট্যাটু নিয়ে আগ্রহ রয়েছে মেয়েদের।


৪) পুজোর ফ্যাশনেবল ড্রেস বা এই বছর কোন ড্রেস উঠেছে মার্কেটে ।


৫) কসমেটিকস মেয়েদের খুবই প্রিয় বস্তু। তাই মেয়েরা বিভিন্ন শপিং প্ল্যাটফর্মে গিয়ে কসমেটিকস দেখে।


৬) হাত, পা, মুখ উজ্জ্বল করার ঘরোয়া উপায়। বা শরীরের অবাঞ্ছিত লোম কিভাবে তুলবো।


৭) বিয়ের আগে ও পরে সঙ্গম এবং যৌনতা সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল পড়ে মেয়েরা এবং ভিডিও দেখে।


৮) বিভিন্ন পুজো, বা পুজোর নিয়মপদ্ধতি সম্পর্কে মেয়েরা অবগত হতে চায়।


৯) মজাদার ভিডিও ও ভাইরাল ভিডিও দেখতে পছন্দ করে মেয়েরা।


১০) রিলেশনশিপ টিপস্ পড়তে বা ভিডিও দেখতে পছন্দ করে মেয়েরা এবং অধিকাংশ মেয়েরা করে।


Disclaimer: উপরের যাবতীয় তথ্য আলোচনা ও গবেষণা ভিত্তিক। সব কিছু সকলের জন্য প্রযোজ্য নয়।