২১ জুন বিয়ে করেছেন শান্তি প্রসাদ ও মিন্টু রাজ। ভারতের আসামের এই নবদম্পতির বিয়ের চুক্তিপত্র এরইমধ্যে ভাইরাল। বর-কনে উভয়েই সব শর্ত মেনে স্বাক্ষর করেছেন সেই চুক্তিপত্রে। শান্তি পিজ্জা খেতে ভালোবাসেন। তাই স্বামী মিন্টুকে প্রতিমাসে একটি পিজ্জা কিনে দিতে হবে।
চুক্তিপত্রে আরও আছে স্ত্রীকে ১৫ দিনে একবার শপিংয়ে নিয়ে যেতে হবে মিন্টুকে। ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে। মধ্যরাতে পার্টিতে যেতে পারবেন বর, তবে অবশ্যই স্ত্রী শান্তিকে নিতে হবে। শুধু তাই নয়, বরকে প্রতিদিন জিমেও যেতে হবে। সপ্তাহে প্রতি ছুটির দিন মিন্টুকে নাস্তাও বানাতে হবে। পার্টিতে স্ত্রীর সবচেয়ে সুন্দর ছবি তুলে দিতে হবে মিন্টুকে।
চুক্তিপত্রের একটি শর্ত শুধু মানতে হবে ২৪ বছর বয়সী শান্তিকে। সেটি হলো; প্রতিদিন তাকে শাড়ি পরতে হবে। এ নিয়ে কিছুটা দ্বিধায় ছিলেন শান্তি। কিন্তু বর সব শর্ত মেনে নেওয়ায় তিনি শাড়ি সংক্রান্ত শর্ত মানতে রাজি হয়েছেন। চুক্তিপত্রটি নবদম্পতি উপহার হিসেবে পেয়েছেন বন্ধুদের কাছ থেকে। শান্তি প্রসাদ জানিয়েছেন, তাদের এই চুক্তিপত্রের বিষয়ে আপত্তি নেই পরিবারের। বরং তারা খুশি হয়েছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।