গত তিন দিন ধরে অনশন করেও মেলেনি স্ত্রীর মর্যাদা। এর ফলে এখন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর মাখন বাবুর চরে ৩নং ওয়ার্ডের মুন্নাফ শেখের বাড়িতে অনশন শুরু করেছেন জিয়াসমিন আক্তার নামে এক নারী। জিয়াসমিন আক্তার দাবি, তাকে মোন্নাফের ছোট ছেলে আরিফের স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। তাছাড়া তিনি আত্মহত্যা করবেন। এদিকে আরিফ সহ অন্য তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে গেছেন।
জিসমিন আক্তার জানান, আরিফের সঙ্গে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। গত ০২/০১/২০২১ জানুয়ারী স্থানীয় মৌলভী দ্বারা ইসলামী শরাশরিয়াত মেতাবেক আমাদের বিবাহ পড়ানো হয়। তারা রাজবাড়ী জজ কোর্টে ম্যারেজ করেন। কিন্তু এখন আরিফ বিষয়টি মেনে নিতে চাচ্ছেন না। বিষয়টি ধামাচাপা ও আরিফকে তালাক দেয়ার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। অবশেষে নিরুপায় হয়ে স্ত্রীর অধিকার আদায়ের জন্য মোন্নাফ বাড়িতে অনশন শুরু করেছেন তিনি।
তিনি আরও জানান, স্থানীয় সালিশের মাধ্যমে আগেও কয়েকদফা বিষয়টি সমঝোতার চেষ্টা করা হলে নানা অজুহাতে কালক্ষেপণ করেছে আরিফের পরিবার।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।