এক নারী নিয়ে দুই ভাইয়ের মারামারি, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই আগস্ট ২০২১ ১০:৪৭ অপরাহ্ন
এক নারী নিয়ে দুই ভাইয়ের মারামারি, একজনের মৃত্যু

কনে একজন কিন্তু বর প্রার্থী দু‘জন। দু‘জনই এক কনেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তাও আবার একই পরিবারের, দু‘জনই সম্পর্কে চাচাতো ভাই। কনেপক্ষ, চাচাতো ভাই দু‘জনের মধ্যে একজনকে বর হিসেবে পছন্দ করা ও তার সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাজি হওয়ায় সংঘর্ষের সূত্রপাত। আর এ সংঘর্ষের পর সাহার মিয়া নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে।



গত সোমবার (৯ আগস্ট) রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।



মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনগর উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার দুবাই প্রবাসী ছেলে সাহার মিয়া একই গ্রামের তপু মিয়ার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠান। 



এদিকে সাহার মিয়ার চাচাতো ভাই মৃত মনির মিয়ার ছেলে সোয়াই মিয়াও একই কনেকে বিয়ের জন্য প্রস্তাব পাঠান। এক পর্যায়ে কনে পক্ষের মুরব্বিরা সোয়া মিয়ার সাথে তাদের মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।



এ খবর যখন সোয়া মিয়ার চাচাত ভাই প্রবাসী সাহার মিয়া জানতে পারেন, তখন বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। 



গত সোমবার রাতে স্থানীয় মুরব্বিদের ডেকে বাড়িতে এক সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু‘জনই উত্তেজিত হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে সাহার মিয়াসহ উভয়পক্ষের অন্তত তিনজন আহত হন।



এদিকে, আহত অবস্থায় সাহার মিয়াকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সোয়াই মিয়ার আপন ভাই সাব্বিরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানিতে ভর্তি করা হয়। 



তবে সাহার মিয়া মৌলভীবাজার হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন।



কিন্তু গত বুধবার রাতে তিনি বাথরুমে গিয়ে ভেতরে পড়ে যান। পরে ঘরের লোকজন তাকে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে টিনের চালা কেটে তাকে বাথরুম থেকে বের করেন। এসময় স্বজনরা ফেঞ্জুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনাটিকে হত্যাকাণ্ড সন্দেহে সাব্বির মিয়াকে আটক করেছে পুলিশ।



রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।