জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: শনিবার ২৩শে নভেম্বর ২০২৪ ০৩:৩৬ অপরাহ্ন
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন সুধীজনরা। এই পরামর্শ সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়কালে উঠে আসে। তবে, নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ না হলে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ। 


শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, কমিশন যে সংস্কার প্রস্তাব করছে, তাতে স্থানীয় সরকারের নির্বাচন ব্যয় অনেক কমে আসবে এবং সময়ও বাঁচবে। এছাড়া, নির্বাচনী প্রক্রিয়ায় কম জনবল ব্যবহার করা সম্ভব হবে, যা নির্বাচনের কার্যক্রমকে আরও সহজ করবে।


ড. তোফায়েল আহমেদ আরও জানান, নির্বাচনী পদ্ধতি সংস্কারের জন্য কমিশন যথাযথ প্রস্তুতি নিচ্ছে। "যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে। এর পরে আমরা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেব," বলেন তিনি। 


এদিন সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথম পর্বে টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, বিকেলে নারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। কমিশন এই ধারাবাহিক সংলাপের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চায়।


প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথম দফায় কমিশন প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেছে। এ সময় সংস্কারের পাশাপাশি সাবেক প্রধান নির্বাচন কমিশনারদের নির্বাচনী অপরাধে শাস্তি দেওয়ার প্রস্তাবও উঠে আসে। সম্পাদকরা তাদের মতামতে বলেন, নির্বাচনী অপরাধীদের বিচার করা জরুরি, যাতে নির্বাচনের প্রতি জনগণের আস্থা পুনঃস্থাপিত হয়।


এছাড়া, সম্প্রতি একটি জরিপে ৬১.১% মানুষ এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে মত দিয়েছেন। এটি নির্বাচন কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে। কমিশনের পরামর্শ, সংলাপ এবং প্রস্তাবিত সংস্কারের মাধ্যমে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া প্রতিষ্ঠা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।