প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৭:১৪
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার আসামি হিসেবে উপস্থিত হন সাবেক মন্ত্রী দীপু মনি। আদালতে আসার সময় তিনি মাস্ক, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরিধান করেন। আদালতে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের সঙ্গে তিনি কথা বলেন। পরে তার আইনজীবী গাজী ফয়সাল এজলাসে এসে দীপু মনির সঙ্গে আলোচনা করেন।