প্রকাশ: ১২ মে ২০২৫, ০:২৩
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১২ মে) রাতে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত কিছুদিন আগে মানিকগঞ্জে মমতাজ বেগমসহ ৯০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে মমতাজের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে ডিবি অভিযান চালায়।
মমতাজ বেগম ১২তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে তিনি পরাজিত হন।
পরাজয়ের পর থেকেই মমতাজ বেগম নিজ এলাকায় খুব একটা আসতেন না। রাজনৈতিকভাবেও তিনি অনেকটা আড়ালে চলে যান। তবে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন ধরে।
মমতাজ বেগম বর্তমানে কোথায় রাখা হয়েছে বা তাকে আদালতে হাজির করা হয়েছে কিনা—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।