গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এবারের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ নয়দিনের ছুটিতে মানুষ নির্ভারভাবে ঈদ উদযাপন করেছে অন্তর্বর্তী সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঢাকাসহ সারাদেশ শান্তিপূর্ণ ছিল
প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল তবে সরকারের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ফলে ছিনতাই চুরি ডাকাতির মতো অপরাধ ছিল প্রায় শূন্যের কোটায় পুলিশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী সার্বক্ষণিক সতর্ক ছিল
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ ও র্যাবের টহল এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ছিল আইজিপি বাহারুল আলম নিজে মাঠপর্যায়ে নিরাপত্তা মনিটরিং করেন তার নির্দেশনায় সিনিয়র পুলিশ কর্মকর্তারা রাতভর কাজ করেছেন ফলে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে
ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরেছে রাজধানীসহ প্রধান প্রধান বাসস্ট্যান্ড ও বিনোদনকেন্দ্রে নিরাপত্তা জোরদার ছিল মিরপুরের বাসিন্দা আব্দুর রহিম জানান রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশের মনোবল কিছুটা নড়বড়ে ছিল কিন্তু এবার পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন জনগণের নিরাপত্তায় পুলিশ নিরলসভাবে কাজ করছে সবাই ছুটিতে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তায় সদা সজাগ
আইজিপি বাহারুল আলম জানান এবারের নিরাপত্তার বিশেষ পরিকল্পনায় সিনিয়র কর্মকর্তাদেরও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে হয়েছে পুলিশ সদস্যদের ৮০ শতাংশের ছুটি বাতিল করা হয় সবাই দায়িত্ব পালন করেছেন নাগরিকদের সহযোগিতাও প্রশংসনীয় ছিল
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে রাজধানীর ৫০টি থানায় ৭১টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিত করেছেন র্যাব ডিবি আনসারসহ অন্যান্য সংস্থাও দায়িত্ব পালন করেছে
নগরবাসী মনে করছে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগের কারণে এবারের ঈদ সত্যিকারের স্বস্তির ঈদ হয়েছে ভবিষ্যতেও এই ধারা বজায় থাকলে জনগণ নিশ্চিন্তে উৎসব উদযাপন করতে পারবে