আদালতের নথি টেম্পারিং করায় রাজবাড়ীতে আইনজীবীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই অক্টোবর ২০২২ ০৭:৩৮ অপরাহ্ন
আদালতের নথি টেম্পারিং করায় রাজবাড়ীতে আইনজীবীকে শোকজ

রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার নথি টেম্পারিংয়ের মাধ্যমে সাক্ষীর জবানবন্দি পরিবর্তনের অভিযোগে আসামী পক্ষের এক আইনজীবীকে শোকজ করেছে বিজ্ঞ আদালত।


বুধবার (১২ অক্টোবর) ওই ঘটনায় অভিযুক্ত রাজবাড়ী জেলা বারের আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম নাজিরকে শোকজ করে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়ছুন্নাহার সুরমা। এর আগে একই বিষয়ে নথির জিম্মাদার হিসেবে আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহাকে শোকজ করে আদালত।


আদালতের কারণ দর্শানো নোটিশের জবাবে বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহা বলেন, ওই মামলায় আসামী পক্ষে নিয়োজিত আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম (নাজির) নথি চাইলে তিনি তাকে নথি সরবরাহ করেন। এরপর ওই আইনজীবী আদালতের কক্ষে বসে নথি দেখার সময় সাক্ষীর জবানবন্দির বিভিন্ন স্থানে পরিবর্তন ও টেম্পারিং করেন। একারণে আদালত গত ৬ অক্টোবর আসামী পক্ষে নিয়োজিত আইনজীবী শ.ম নাজিরুল ইসলাম (নাজির) কে শোকজের আদেশ দেন। ওই আদেশের কপি বুধবার অভিযুক্ত আইনজীবী সহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। আদালত আগামী ১৬ অক্টোবরের মধ্যে অভিযুক্ত আইনজীবীকে কারণ দর্শাতে বলেছেন।


তথ্যানুসন্ধানে জানা গেছে, রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন (সিআর-৩০/২০ যাহা টি.আর-৪৬১/২০) মামলায় গত ১৪/৯/২০২২ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানাভূক্ত দুই আসামী মোঃ তপু রায়হান ও মোঃ নবীজান আদালতে হাজির হয়ে জামিন নেন। ওই দিনই মামলার নথি নিয়ে সাক্ষীর জবানবন্দি টেম্পারিং করার অভিযোগ ওঠে আসামী পক্ষের আইনজীবীর বিরুদ্ধে। মোছাঃ উর্মি বেগমের দায়েরকৃত এ মামলায় দুই আসামীর বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধির ৪৪৭ /৩২৩ /৫০৬(২) /৩৫৪/৩২৫ ধারায় আদালতে চার্জ গঠন করা হয়।


এবিষয়ে মোবাইলে এ্যাড. শ.ম নাজিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


রাজবাড়ী জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস বলেন, অভিযুক্ত আইনজীবী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুষ্ঠেয় সাধারণ সভায় উত্থাপনের জন্য একটি আবেদনপত্র দাখিল করলেও সেটি এজেন্ডাভূক্ত বা আলোচনা করা হয়নি।