গোয়ালন্দে দলীয় দুর্নীতিবাজদের গ্রেপ্তার দাবি আওয়ামী লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
গোয়ালন্দে দলীয় দুর্নীতিবাজদের গ্রেপ্তার দাবি আওয়ামী লীগ নেতার

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের এক নেতা দলের ভেতরের দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গোলাম মাহবুব রাব্বানী নামের এই নেতা গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। রবিবার নিজের ফেসবুক পোস্টে তিনি দলের শীর্ষ নেতাদের মধ্যে থাকা কিছু দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।  


তার বক্তব্যে দলের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সাধারণ মানুষ ও অনেকে তার অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। মাহবুব উল্লেখ করেন, যারা দলীয় পদ-পদবির অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।  


মাহবুবের ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, দলের নামে অন্যায়কারী ক্ষমতাধরদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তার কথা। তিনি দাবি করেন, দলের ভেতরে থাকা চাঁদাবাজ, খুনি ও অপব্যবহারকারীদের কারণে দল দুর্নাম কুড়িয়েছে।  


উল্লেখ্য, মাহবুব আগে থেকেই দলীয় দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। তিনি আওয়ামী লীগের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। অতীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় কারাভোগও করেছেন।  


মাহবুবের মতে, দলের মধ্যে যারা অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া তার দায়িত্ব। তিনি বলেন, মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে পরিচ্ছন্ন করতে তিনি নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।  


গত ১০ ডিসেম্বর গোয়ালন্দে বৈষম্য বিরোধী এক ছাত্রের মামলার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। মাহবুবের এই অবস্থান আওয়ামী লীগে এক নতুন আলোচনা তৈরি করেছে। দলীয় সুশাসনের জন্য তার মতো নেতার অবস্থান প্রাসঙ্গিক এবং সাহসিকতার উদাহরণ হিসেবে ধরা হচ্ছে।