রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ডিবি পুলিশের অভিযানে ২৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি যশোর জেলার বিরামপুর এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেল ৫টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের এসআই রফিকুল ইসলাম লিটনের নেতৃত্বে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের হযরত এর চায়ের দোকানের সামনে এ কে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস থেকে যাত্রীবেশে মাদক পাচারের সময় ইসমাইলকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এসআই রফিকুল ইসলাম লিটন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।