ইবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আনুষ্ঠানিক উদ্বোধন ৫ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: মঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ন
ইবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আনুষ্ঠানিক উদ্বোধন ৫ জানুয়ারি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে ‘কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া’। আগামী ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হবে ক্যাফেটেরিয়াটি, তবে তার আগে ৯ ও ১০ ডিসেম্বর দুই দিন প্রাথমিক ট্রায়াল হিসেবে এটি চালু করা হবে।


ইবি টিএসসিসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন এ ব্যাপারে নিশ্চিত করেছেন। নতুন ক্যাফেটেরিয়া ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত মোঃ রাজু আহমেদ জানান, ট্রায়াল চলাকালীন তিনি শিক্ষার্থীদের জন্য কিছু খাবার পরিবেশন করবেন, যাতে শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সেদিন খাবারটি টেস্ট করবেন, এবং রিভিউ নিয়ে ৫ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, "শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে আমরা এই ক্যাফেটেরিয়া চালু করতে যাচ্ছি। আমরা কাজে প্রমাণ দেখাতে চাই, ঘোষণা নয়।" তিনি আশাবাদী যে, নতুন ম্যানেজার আন্তরিকতার সঙ্গে ক্যাফেটেরিয়া পরিচালনা করবেন এবং শিক্ষার্থীদের জন্য সেবা প্রদান করবেন।


এছাড়াও, ক্যাফেটেরিয়া উদ্বোধন নিয়ে আরো কিছু প্রশাসনিক বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিশেষ করে, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি'র বিভিন্ন ভবন ও ওয়াশরুমে পানির ট্যাপ চুরির ঘটনায় তিনি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।


এতে শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত ক্যাফেটেরিয়া সুবিধা পাওয়ার জন্য মুখিয়ে আছেন, আর ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এটি চালু হলে তাদের সেই আশা পূর্ণ হবে।