
ভূঞাপুরে মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৯
শেয়ার করুনঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে চার জন মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী স্কুল রোড মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এ সময় ৪ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ৭'শ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী সহ অন্যান্য পুলিশ সদস্য।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী বলেন, মোটরসাইকেলের কাগজপত্রের মেয়াদ না থাকায় চার জন মোটরসাইকেল চালককে ১ হাজার ৭'শ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

