
প্রকাশ: ১ এপ্রিল ২০১৯, ২১:৬

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে করা মামলায় গ্রেফতার হয়েছেন ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম (৬২) ও ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক (৭৩)। ইতিমধ্যে এ দুজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছিন আহসান চৌধুরী। এর আগে রোববার আদালতে শুনানি হয় যেখানে অংশ নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক সম্পর্কে তার শ্বশুর।

ইনিউজ ৭১/এম.আর