
প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ২০:১১

আবারও পেছাল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। আজ রবিবার নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ১২ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৬৪ বার পেছাল। রবিবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন দিন ধার্য করেন।

ইনিউজ ৭১/এম.আর