'আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই' এই স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুরের হিলিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বে-সরকারি ঢাকা ব্যাংক।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা ব্যাংক হিলি স্থলবন্দর শাখার উদ্যোগে প্রথমে শহরের বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় ও পরে হাকিমপুর সরকারি কলেজ চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এসময় ঢাকা ব্যংকের শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান, হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদিন জুয়েল, বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল সহ স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঢাকা ব্যাংকের হিলি স্থলবন্দর শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান জানান, বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫০ টি এবং হাকিমপুর সরকারি কলেজে ৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।