জামিন পেলেন এফআর টাওয়ারের মালিক ফারুক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২০শে আগস্ট ২০১৯ ০৮:৫৯ অপরাহ্ন
জামিন পেলেন এফআর টাওয়ারের মালিক ফারুক

জামিন পেয়েছেন নকশা জালিয়াতির মামলায় গ্রেফতার হওয়া বনানী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক। মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ জামিন মঞ্জুর করেন। ফারুকের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, উনার (ফারুক) বয়স ৮০ বছরের উপরে। তিনি মারাত্মক অসুস্থ। হাসপাতাল থেকে তাকে অমানবিকভাবে নিয়ে আসা হয়েছে।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এ মামলার আসামি হল তিন সেট। এক সেট আসামি হল রাজউক, এক সেট জমির মালিক আর আরেক সেট ডেভেলপার। আসামিরা পরস্পর যোগসাজশে নকশা কারসাজি করেছেন। এফআর টাওয়ারের ১৫তলা থেকে ২৩তলা পর্যন্ত অবৈধ। এরা সবাই সমান অপরাধী। সোমবার দুপুরে রাজধানীর গুলশান-২ থেকে ফারুককে গ্রেফতার করে দুদক। এর আগে রোববার গ্রেফতার করা হয় এ মামলার আরেক আসামি এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক কাসেম ড্রাইসেলের এমডি ও বিএনপি নেতা তাসভির উল ইসলামকে। পরে সোমবার জামিন পান তাসভির।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এর পর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় দুদক। এ ঘটনায় গত ২৫ জুন নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের মালিক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

ইনিউজ ৭১/এম.আর