
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৬

ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সভাপতি (বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে পৃথক দু’টি মামলায় ১০ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সম্রাটকে আদালতে হাজির করা হয়। এ সময় সম্রাটের মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করছেন তার কর্মী-সমর্থকরা। সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
সকাল থেকেই সিএমএম আদালতের সড়কসংলগ্ন ফটক ও ভবনের মূল ফটকে অবস্থান করেন এসব কর্মী-সমর্থকরা। পুলিশ মূল গেইটের সামনে থেকে তাদেরকে সরিয়ে দিতে চাইলেও সেখানেই অবস্থান নেন তারা। বেলা সোয়া ১২টার দিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণের ভেতর থেকে তাদের পুলিশ বের করে দিয়ে প্রধান গেট আটকে দেয়। বর্তমানে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রায়সাহেব বাজার মোড় পর্যন্ত সড়কে অবস্থান করে স্লোগান দিচ্ছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব