
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯, ২১:৩৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পিপি সমির দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব