বাড্ডায় স্কুল মাঠে দুই সন্তানের জননী তাছলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার তিন যুবকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার আসামিরা হলেন- জাফর, শাহীন, বাপ্পী।
সোমবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তিনজনকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক। এর আগে রোববার রাতে মোবাইল ফোনের ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পিটিয়ে হত্যা করা হয় দুই সন্তানের জননী রেনুকে। তিনি তার মেয়েকে ভর্তি করতে ওই স্কুলে গিয়েছিলেন। কিন্তু পদ্মাসেতু নিয়ে ছড়ানো গুজবে বিশ্বাস করে তাকে ছেলে ধরা সন্দেহে আটকায় স্থানীয়রা। প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নাসির উদ্দিন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।