ডেসটিনির দুই আসামির জামিন নিয়ে রাষ্ট্রের স্বার্থই মুখ্য-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - আইন আদালত
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৫ই সেপ্টেম্বর ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ন
ডেসটিনির দুই আসামির জামিন নিয়ে রাষ্ট্রের স্বার্থই মুখ্য-প্রধান বিচারপতি

ডেসটিনির এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেননি আপিল বিভাগ ।  ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন না দিয়ে তাদের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ এই সিদ্ধান্ত নেয়।


প্রধান বিচারপতি মন্তব্য করেন, সভ্য সমাজে ডেসটিনির এই দুজনের জামিন নিয়ে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। তাদের জামিনের সঙ্গে রাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে।


এ সময় রফিকুল আমিনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আদালতকে জানান, তাদের ১২ বছরের সাজা হয়েছে, কিন্তু তারা ইতিমধ্যে ১১ বছর ১১ মাস কারাগারে রয়েছেন।


উক্ত শুনানিতে আপিল বিভাগ প্রশ্ন করে, "গাছ লাগানোর নামে যে টাকা নেয়া হয়েছে, সেগুলোর কি হদিস পাওয়া গেছে?" এর উত্তরে আইনজীবী বলেন, "গাছ দেয়ার কথা ছিল না।" এরপর আপিল বিভাগ মন্তব্য করে, "দুই হাজার ৩০০ কোটি টাকার অর্থের হদিস নেই। জামিন চাইতে এসেছেন!" 


ফলে, আপিল বিভাগের সিদ্ধান্তে জামিন আবেদন মঞ্জুর করা হয়নি এবং ডেসটিনির দুই শীর্ষ কর্মকর্তা কারাগারে থাকতে থাকবেন।