প্রকাশ: ২১ জুলাই ২০২২, ২১:৫০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় গ্রাম থেকে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ব্যাটালিয়নের আওতাধীন শিংঝাড় বিওপির একটি টহল দল তিনটি ইয়াবাসহ দুই মাদক সেবী তারিফুল ইসলাম ও মাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। তারিফুল ইসলাম উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। মাইদুল ইসলাম জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
শিংঝাড় বিওপির পক্ষ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেপ্তারকৃতদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, তারিফুল ইসলাম ও মাইদুল ইসলামকে বুধবার রাতেই কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।