বরিশাল জেলা প্রশাসকসহ ৫ জনকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২৩শে আগস্ট ২০২১ ০৫:২১ অপরাহ্ন
বরিশাল জেলা প্রশাসকসহ ৫ জনকে নোটিশ

বরিশালের বাকেরগঞ্জের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা আশ্রমের জমির মামলা বিচারাধীন থাকা অবস্থায় অর্থের বিনিময়ে চান্দিনা ভিটি হিসাবে একসনা বন্দোবস্ত দেয়ার পাঁয়তারায় জেলা প্রশাসকসহ পাঁচজনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশপ্রাপ্ত অন্যান্যরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দুর্গাপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার।



নোটিশ প্রদানকারী আশ্রমের সম্পাদক প্রভাকর পান্ডার আইনজীবী আজাদ রহমান জানান, নোটিশদাতার অনভিজ্ঞতার কারণে ওই মৌজার এসএ ২৮৭০ দাগের ১.৬৫ একর ভূমির মধ্যে বিএস ১৫ খতিয়ানে কিছু জমি শুদ্ধমতে রেকর্ড হয়। কিন্তু একই খতিয়ানে অন্য দাগসহ মোট ০.৪৮ একর জমি রেকর্ডে ভুল হয়। ওই ভুল সংশোধনে গত বছর ১৫ ডিসেম্বর আশ্রমের সম্পাদক ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। এ অবস্থায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২৫-৩০ হাজার টাকা ঘুষ নিয়ে আশ্রমের ওই জমি বন্দোবস্ত দেয়ায় লিপ্ত হয়েছেন। 



আইনি নোটিশের অনুলিপি প্রধানমন্ত্রী, ভারতীয় হাইকমিশনার, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বরিশাল বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)’র কাছে পাঠানো হয়েছে।