
হিলিতে লকডাউনের চতুর্থ দিনে ৩০ জনকে জরিমানা

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২:৪৭

সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও ক্লাব ঘরে লোক সমাগম করে টিভি দেখার অপরাধে ৩০ জনকে দশ হাজার চারশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বোয়ালদাড়, জাংগই বাজার ও হিলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।

এসময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালীন সময়ে, (বোয়ালদাড়, জাংগই বাজার) ও হিলি রেল স্টেশন এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ১৫ জন এবং একটি ক্লাব ঘর থেকে বিপুল পরিমাণ তাস ও জুয়া খেলার নমুনা স্বরুপ স্কোর লেখার খাতা পাওয়ার অপরাধে ১৫ জনসহ মোট ৩০ জনকে দশ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে।

ক্লাবটিতে সরকারি নির্দেশনা অমান্য করে লোকসমাগম করে টিভি দেখা ও আড্ডা দেওয়ায় ক্লাবটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। (যদিও টিভিতে খেলা দেখছিলেন বলে তারা দাবি করেন)।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

