https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হিলিতে লকডাউনের চতুর্থ দিনে ৩০ জনকে জরিমানা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ২:৪৭

শেয়ার করুনঃ
হিলিতে লকডাউনের চতুর্থ দিনে ৩০ জনকে জরিমানা

সারাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের চতুর্থ দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও ক্লাব ঘরে লোক সমাগম করে টিভি দেখার অপরাধে ৩০ জনকে দশ হাজার চারশত  টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সোমবার (২৬ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বোয়ালদাড়, জাংগই বাজার ও হিলি রেল স্টেশন এলাকায়  অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এসময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালীন সময়ে, (বোয়ালদাড়, জাংগই বাজার) ও হিলি রেল স্টেশন এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় ১৫ জন এবং একটি ক্লাব ঘর থেকে বিপুল পরিমাণ তাস ও জুয়া খেলার নমুনা স্বরুপ স্কোর লেখার খাতা পাওয়ার অপরাধে ১৫ জনসহ মোট ৩০ জনকে দশ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ক্লাবটিতে সরকারি নির্দেশনা অমান্য করে লোকসমাগম করে টিভি দেখা ও আড্ডা দেওয়ায় ক্লাবটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। (যদিও টিভিতে খেলা দেখছিলেন বলে তারা দাবি করেন)। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বস্তির ঈদ: নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

স্বস্তির ঈদ: নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে এবারের ঈদুল ফিতর উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ নয়দিনের ছুটিতে মানুষ নির্ভারভাবে ঈদ উদযাপন করেছে অন্তর্বর্তী সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ঢাকাসহ সারাদেশ শান্তিপূর্ণ ছিল   প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল তবে সরকারের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির ফলে ছিনতাই চুরি ডাকাতির মতো অপরাধ ছিল প্রায় শূন্যের কোটায় পুলিশ সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনী

ক্যাসিনোকাণ্ডে জি কে শামীমের ৫ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড

ক্যাসিনোকাণ্ডে জি কে শামীমের ৫ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মা আয়েশা আক্তারকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। আদালত শামীমকে এক লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে

ভয়ের রাজত্ব তৈরির ষড়যন্ত্র: জঙ্গি নাটক মামলায় শহীদুল গ্রেপ্তার

ভয়ের রাজত্ব তৈরির ষড়যন্ত্র: জঙ্গি নাটক মামলায় শহীদুল গ্রেপ্তার

২০১৬ সালের কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান একেএম শহীদুল হকসহ তিন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।   আদালতে হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও সাবেক ডিসি মো.

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটিই প্রথম কোন মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪

অবৈধ সম্পদ অর্জন: স্বাস্থ্যের সেই গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জন: স্বাস্থ্যের সেই গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।   রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন। কারাগারে থাকা আসামিকে এদিন আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে ফের তাকে কারাগারে পাঠানো হয়।   ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও