প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৫৬
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল (শেবাচিম) রোববার রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে চিকিৎসক, নার্স ও স্টাফদের উপর হামলার ঘটনায়। স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, মিড লেভেল ডাক্তারস অ্যাসোসিয়েশন ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা পৃথক সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।