সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে আরও ৯৪৮ জনসহ মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। শুক্রবার সন্ধ্যায় এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ এ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে রয়েছে একনলা বন্দুক, ওয়ান শুটারগান, কার্তুজ, রামদা, চাইনিজ ছুরি, চাপাতি, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শুক্রবার রাত থেকে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাস, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা। অভিযানে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও অংশ নিচ্ছে।
অভিযানের পেছনে গাজীপুরের সাম্প্রতিক ঘটনার প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগও উঠেছে।
সংগঠনটির নেতাকর্মীদের দাবি, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লুটপাট ঠেকানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে আরও শিক্ষার্থী সেখানে গেলে তাদেরও লাঠিপেটা করা হয়। হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম।
এ ঘটনার পরই গাজীপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ অভিযানের ঘোষণা দেয়। এরপর শনিবার রাত থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।
অভিযানের ফলে রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক ধরপাকড় চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম দমন করা হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
অপরদিকে, অভিযানের নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠনগুলোর নেতারা। তারা মনে করেন, যেকোনো অভিযানে নিরপরাধ ব্যক্তিদের যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকা উচিত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।