মহাসড়কের ফাঁকা আইল্যান্ডে মৃত্যুঝুঁকি নিয়ে পারাপার

নিজস্ব প্রতিবেদক
মির্জা শহিদুজ্জামান দুলাল, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
প্রকাশিত: শনিবার ৭ই জানুয়ারী ২০২৩ ০৪:৫৯ অপরাহ্ন
মহাসড়কের ফাঁকা আইল্যান্ডে মৃত্যুঝুঁকি নিয়ে পারাপার

ঢাকা- টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী থানার এলেঙ্গা-পৌলী এলাকার মাঝামাঝি মহাসড়কের কিছু অংশে আইল্যান্ডের মাঝে কাটা থাকায় মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত সড়কটি পার হচ্ছে এলাকাবাসী। 


মহাসড়কের এই আইল্যান্ড কাটা স্থান হতে এক দিকে এলেঙ্গা অপরদিকে পৌলী এলাকা সমান দূরত্ব হওয়ায় পথচারীরা জীবনের ঝ্ুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছে। বাড়ছে মৃত্যুঝুঁকি।


সরেজমিনে দেখা যায়, মহাসড়কে এই স্থানে নেই কোন গতিরোধক, রাস্তার দুই পাশের জায়গাগুলো বেশ ফাঁকা হওয়ায় প্রতি মুহূর্তে ভারী যানবাহন পাল্লা দিয়ে  চলাচল করতে দেখা যায়। এখানে দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি। এরপরেও মোটরসাইকেল,ভেন,রিক্সা সিএনজি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।


রাস্তা পার হতে আসা ভেন চালক রহিম মিয়া বলেন, আমি পৌলী যাব রাস্তার ওপারে যেতে হলে আমাকে সেই এলেঙ্গা থেকে ঘুরে আসতে হবে তাই এখানে আইল্যান্ড কাটা দেখে ঝুঁকি নিয়েই পার হলাম।

সিএনজি চালক সবুজ চান বলেন, সময় বাচাঁতেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়েছি।


এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ জাহিদ জানান, সড়কে পুলিশের টহল থাকা অবস্থায় কেউ পার হতে পারেনা, সড়কে পুলিশের টহল না থাকা অবস্থায় হয়ত কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে,  যা একেবারেই উচিৎ নয়।