কুল্যা গুচ্ছগ্রাম পরিবারদের মানবেতর জীবনযাপন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: সোমবার ৭ই নভেম্বর ২০২২ ০৮:২০ অপরাহ্ন
কুল্যা গুচ্ছগ্রাম পরিবারদের মানবেতর জীবনযাপন

আশাশুনি উপজেলার কুল্যা ১ নং ওয়ার্ড গুচ্ছগ্রামে বসবসরতরা  মানবেতর জীবনযাপন করছে। ভিক্ষাবৃত্তি তাদের পেশা হলেও দেখার কেউ নেই। প্রায় ১২ বছর আগে এ গুচ্ছগ্রাম তৈরি হয়। সেখানে টয়লেট থাকলেও পানিতে ডুবে থাকে, তার চাল নেই। সেখানে অবস্থিত একটি টিউবওয়েল তা নষ্ট। সেখানে ১০ টি পরিবার মানবেতর জীবনযাপন করছে। 


তাদের ঘরের চাল ছিদ্র, বৃষ্টির সময় পানিতে তলিয়ে য়ায়।  তারা তিন বেলা ঠিকমতন খেতে পারেনা। কতদিন অভুক্ত থাকতে হয় তা কেউ জানেনা। অসুস্থ থাকলে দেখার কেউ থাকেনা। 


এ বিষয়ে সাংবাদিকরা সরেজমিনে গেলে দিনমজুর রেহেনা বেগম( শুককুলি)  ও বিধবা শুকজান জানান আমরা খুব অসহায় জীবনযাপন করছি। সাপের ভয়ে ঘরে থাকতে পারিনা। এখানে দুইজন প্রতিবন্ধী বাস করে। ৪ জন ভিক্ষুক, দিনমজুর, ভ্যান চালক বাস করে। কিন্তু কোন অনুদান আমরা পায়নি। 


আমাদের কোন কার্ড নেই। আমাদের আর্তনাদ দেখার কেউ নেই। আমরা জানি সাংবাদিকদের জানালে কার্ড হয়, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চায় আমাদের আর্তনাদ কি কেউ দেখবে না। আমাদের ঘরের চাল ছিদ্র, টিউবওয়েল নেই, টয়লেট পানিতে ডুবে থাকে। আমাদের ঘরের মেঝে কাঁচা, ভ্যান গুলো রাখার জায়গা নেই। দরজা, জানালার অবস্থা নাজুক। দেয়াল খসে খসে পড়ছে। সাপ, বিচ্ছু আমাদের জীবন যাপনের সঙ্গী।


 এ বিষয়ে তারা উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।