রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সংগঠন "গোয়ালন্দ সাংবাদিক ফোরামের" আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের অফিস কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মো. হেলাল মাহমুদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ,
উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, বিএনপি'র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ন আহবায়ক মো. শামিম শেখ, মো. মইনুল হক মৃধা, সদস্য সচিব মো. মোজাম্মেল হক লাল্টু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, মো. ফিরোজ আহম্মেদ, সদস্য এম রাশেদুল হক রায়হান, মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, শফিকুল ইসলাম শামীম, মো. মজিবুর রহমান খান জুয়েল, শেখ মমিন, মো. শাকিল মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের ভূমিকা, সমাজে তাদের অবদান ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন চ্যানেল এস টিভির গোয়ালন্দ প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে অতিথিসহ সবাই ইফতারে শরীক হন। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।