নারায়ণগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৬-৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন আরও ৬-৭ জন।
তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়া তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তুহিন।
তিনি জানান, শিশুটির বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর। এ ঘটনায় নুরু মিয়া (৩০) নামে এক বাস ড্রাইবার ভর্তি রয়েছে। তিনি মাথায় অঘাত পেয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। শিশুটি মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি রেললাইন থেকে সরিয়ে নেয়। পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটি সরানো হয়েছে। পরে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রেলের লাইনম্যানের অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলছে, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।