ভৈরব-দৌলতকান্দি রেলষ্টেশনের মাঝামাঝি এলাকায় আপ লাইনে মালবাহী কন্টেইনারের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে চট্রগ্রাম, সিলেট ও নোয়াখালীর আপলাইনে রেল যোগযোগ বন্ধ রয়েছে। ফলে ডাউন লাইন দিয়ে আপলাইনের ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রাখলেও আপ লাইনের ট্রেনগুলি নির্ধারিত সময়ের চেয়ে ২ ঘন্টা বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ভৈরব রেলের ষ্টেশন মাষ্টার রতিশ বিশ্বাস জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ৬০১নং মালবাহী কন্টেইনার ট্রেনটি রাত ১০টা ১৫ মিনিটে ভৈরবে ষ্টেশন অতিক্রম করে। ভৈরবের সিগনাল এলাকার পরই ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে আপ লাইটি বন্ধ হয়ে যায়, ডাউন লাইন দিয়ে আপ লাইনের ট্রেনগুলির চলাচল স্বাভাবিক রেখেছি।
রাত দেড়টায় আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উদ্বার কাজ শেষ করে দুর্ঘটনা কবলিত বগিটিকে দৌলতকান্দি ষ্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয়েছে রেললাইন সংস্কারের কাজ। সর্বশেষ খবর অনুযায়ী, এখন পর্যন্ত চট্টগ্রামের সাথে ঢাকার আপলাইনটি স্বাভাবিক হয়নি।
এরিমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ রেলওয়ের পরিবহন সহকারী আমিনুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনটি অতিরিক্ত মাল বহন এবং অধিক গতি থাকার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে।
নরসিংদী রেলওয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কন্টেইনারের বগিটি লাইনচ্যুত হওয়ার পর প্রায় এক কিলোমিটারের বেশী দূরত্বে গিয়ে থামে। এতে বোঝা যায় যে, নির্ধারিত গতির চেয়ে বেশী গতিতে কন্টেইনারটি চলছিল। এতে লাইনের এক কিলোমিটার স্লিপার ক্ষতিগ্রস্ত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।