বাংলাবাজার- শিমুলিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাটে এখনো পণ্যবাহী ট্রাকের জট লেগে আছে। ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি দেখা গেছে।পানি বৃদ্ধির কারনে ৪টি ফেরীঘাটে বর্তমানে ১৮টি ফেরী চলাচল করলেও ফেরী ভিড়তে দীর্ঘ সময় লাগায় ট্রাকজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে ঘাট এলাকায় অবস্থান করে দেখা যায়- দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারী পর্যন্ত ঘাট এলাকায় ফেরি পারের জন্য অপেক্ষা করছে ট্রাকগুলো।অন্যদিকে- দৌলতদিয়া ঘাট থেকে ১৩.৫ কিঃমি দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীমুখী পন্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে। যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও সহকরীদের।
ঝিনাইদাহ থেকে কাঠ বোঝাই ট্রাক চালক মোয়াজ্জেম বলেন, দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় রাত ১২ টার দিকে এসে আটকা পড়েছি। এখন ফেরির নাগাল পাইনি।কখন যে ফেরীর নাগাল পাবো বুঝতে পারছিনা বলে ক্ষোভ প্রকাশ করেন। মাগুরা থেকে আসা ঢাকাগামী ট্রাক চালক কামরুল হাসান বলেন, বাংলাবাজার - শিমুলিয়া ফেরী চলাচল বন্ধ আছে ঠিকই সেখান থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েকটি ফেরি নিয়ে আসলেই তো এখানকার সমস্যা আর থাকেনা বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. জামাল হোসেন বলেন,বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৫টি ঘাটে ১৮টি ফেরি চলাচল করছে তবে পানির বৃদ্ধির কারনে নদীতে তীব্র স্রোত থাকায় ফেরীতে তেল বেশি লাগছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।