বিষখালীর পানিতে ডুবে গেছে ফেরিঘাটের পন্টুন

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - বরগুনা
প্রকাশিত: শনিবার ২১শে আগস্ট ২০২১ ১০:৪২ অপরাহ্ন
বিষখালীর পানিতে ডুবে গেছে ফেরিঘাটের পন্টুন

বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে ডুবে গেছে বড়ইতলা, আমতলী ফেরিঘাটের পল্টুন। এতে নদীর দুই পাড়ে ফেরি পারাপার হওয়া যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে সরেজমিনে সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া ফেরিতে পারাপার হওয়া সাধারণ মানুষও পড়েছেন বিপাকে।



চলতি সপ্তাহে নদীর পানি বাড়ায় ফেরিঘাট এলাকা পুরোটা পানির নিচে ডুবে গেছে। পানি বাড়া অব্যাহত থাকলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হতে পারে। ফেরিতে পারাপার হওয়া খান এন্টারপ্রাইজের বাসচালক রফিক বলেন, ফেরিঘাট পানিতে ডুবে যাওয়ায় আমাদের পারাপারে নানা সমস্যা হচ্ছে। পারাপারে ঝুঁকিও বাড়ছে। মোটরসাইকেল চালক রহিম খান জানান, হাঁটু সমান পানিতে ভিজে ফেরিতে উঠতে হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। টমটম চালক মামুন ঘরামী বলেন, গাড়িতে যে মালামাল আছে ভিজে গেলে মালিকের কাছে ক্ষতিপূরণ দিতে হবে আমার। নদীর পানি না কমা পর্যন্ত বসে থাকতে হবে আমাকে।



এদিকে ফেরিঘাট সংলগ্ন দোকানদার রিয়াজ হোসেন বলেন, দু’দিন ধরে পানি বাড়ার ফলে ফেরিঘাট ডুবে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ফেরিঘাট পারাপার হওয়া সাধারণ মানুষ।