প্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ৬:৫২
শ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন একজন নারী। তিনি ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। এবারের নির্বাচনে জো বাইডেনের থেকে বেশি স্পটলাইট ছিল কমলা হ্যারিসের ওপরে।ভারতীয় বংশোদ্ভূত মা এবং জামাইকান বংশোদ্ভূত পিতার কন্যা কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রে ক্ষমতাধর নারী হিসেবে সর্বোচ্চ পদে আসীন হলেন।
স্যান ফ্রান্সিসকোর প্রথম নারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই কমলাই। ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী যিনি অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তিনি ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।