বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে। দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট।
ফক্স নিউজ বলছে, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৩টির প্রাথমিক ফল ঘোষণা হয়েছে। এর ফলে বাইডেন মোট ২৬৪টি এবং ট্রাম্প মোট ২১৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।এদিকে, মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, আমরা স্পষ্টভাবেই জয়ী হচ্ছি। মিশিগান ডেমোক্রেটিক শিবিরের দখলে যাচ্ছে এমন পূর্বাভাস পাওয়ার পর বাইডেন এই মন্তব্য করলেন। ২০১৬ সালের নির্বাচনে এই দোদুল্যমান রাজ্যটি ট্রাম্পকে বেছে নিয়েছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।