রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের দপ্তর ভার্জিনিয়ার আরলিংটনে গিয়েছিলেন। সেখানে নিজের প্রচারণী শিবিরের কর্মীদের উদ্দেশে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী বক্তব্য দেন ট্রাম্প। তবে হেরে গেলে তা মেনে নেওয়া কঠিন হবে বলেও স্বীকার করেছেন তিনি।
ট্রাম্প বলেন, ছাড় দেওয়া বা মেনে নেওয়া বক্তব্য দেওয়ার ব্যাপারে আমি এখনো ভাবছি না। আশা করি দুই ঘটনার মধ্যে কেবল একটি আমাদের ক্ষেত্রে ঘটবে। জেতা সহজ। হেরে যাওয়া কখনো সহজ হয় না। এটা আমার জন্য নয়, এটা না।এমনকি প্রতিপক্ষ জো বাইডেন হওয়াতে নিজের জয় পাওয়াটা সহজ হবে বলে মনে করেন ট্রাম্প। অ্যারিজোনা, ফ্লোরিডা ও টেক্সাসে ভালো ফল পাবেন বলেও প্রত্যাশা ট্রাম্পের।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।