প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ২১:৪২
মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে ফ্রান্সের বিতর্কিত কার্টুন প্রকাশের পর বিশ্বের অনেক দেশেই ফ্রান্সের পণ্য বয়কট ডাক দিয়ে প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। এবার সেই কাতারে শামিল হলো মরোক্কো। শুক্রবার থেকে টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে হ্যাশট্যাগ ব্যবহার শুরু হয়েছে দেশটিতে। খবর মিডল ইস্ট মনিটরের।
ফেসবুক ব্যবহারকারী জালাল আউয়িতা লিখেছেন, ফ্রান্সের আগেরকার এবং বর্তমানকার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সেই বিদ্বেষ, বৈষম্য এবং হীণ মানসিকতা এখনো রয়ে গেছে।এর আগেও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষ ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে ফেসবুক ও টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার শুরু করে।