প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৭:৪১
ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সব ধরনের উপায় প্রত্যাখ্যান করেছে মরক্কো। দেশটির প্রধানমন্ত্রী সাদ ইদ্দিন আল ওথমানি রবিবার এ ঘোষণা দেন।এ সময় তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রত্যাখ্যান করছি আমরা।
কারণ তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন ফিলিস্তিনি জনগণের অধিকার লুণ্ঠনকে আরো উৎসাহী করবে। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভায় এ কথা বলেন তিনি।তিনি আরও বলেন, মরক্কোর রাজা, সাধারণ জনগণ সবসময় ফিলিস্তিনি জনগণ এবং জেরুজালেমের আল আকসার পক্ষে আছে। ১৯৬৭ সালে ইসরাইল জেরুজালের দখল করে নেয়।