প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ১৫:৪৬
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৮ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৮ লাখের বেশি মানুষ। সুস্থ হওয়ার সংখ্যা এক কোটি ৬৩ লাখ পার হয়েছে। গত একদিনে বিশ্বের সবেচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৫৩৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ১৬ হাজার ৯৮৭ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৬৩ লাখ ৫৭ হাজার ৯৮৬ জন।