প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ৩:৩৬
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তিতে ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব। এর মধ্যে ফিলিস্তিনের গাজা অঞ্চলে টানা সাত রাত বিমান হামলা চালালো ইসরায়েল। হামলা বন্ধে মিশরের মধ্যস্থতার চেষ্টাও আমলে নেয়নি ইহুদি রাষ্ট্রটি। আলজাজিরা জানায়, গাজায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলন হামাসের স্থাপনাকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালায় ইসরায়েল।
এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি এলাকায় হামাস রকেট, বিস্ফোরক ডিভাইস ও আগুন নিক্ষেপ করে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত। আমিরাতের পর আরও কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক করতে যাচ্ছে বলে খবরে প্রকাশ পায়।