প্রকাশ: ১ আগস্ট ২০২০, ১৭:১৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে শুক্রবার সকালে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আলাস্কা কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের সলডটনা শহরের বিমান বন্দরের কাছে সকাল সাড়ে ৮ টা নাগাদ মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ৬ জন নিহত হন এবং অপর একজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।