প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ১৭:৭
চীনে একদিনে নতুন করে ১২৭ জনের করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৮৪ হাজারের বেশি।
করোনার সূচণা হওয়ার পর দেশটিতে হু হু করে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। তবে, অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসার পর নতুন করে একদিনে ১২৭ জন শনাক্ত হওয়ায় আবারো এই প্রাণঘাতী ভাইরাস দেশটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। চীনে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৯২ জন। আর এতে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জরেন।