চীনের সঙ্গে সীমান্ত-বিরোধ নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুক্রবার (৩ জুলাই) পূর্ব নির্ধারিত পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই নরেন্দ্র মোদি হাজির হন গালওয়ানের কাছে ভারত - চীন সীমান্তে।এসময় তিনি ভারতীয় পদাতিক সেনা, বায়ু সেনা ও ইন্দো- টিবেটিয়ান ফোর্সের সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এম এম নারাভানে।
বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনী সদস্যদের আশ্বাস দিয়ে বলেন,গোটা দেশ তাদের সঙ্গে আছে।তাদের বীরত্ব ইতিহাসে জায়গা পাবে।গত ১৫ জুন লাদাখের গালওয়ানে চীনা অনুপ্রবেশের জেরে ভারত ও চীনের সেনাদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। বলা হয়, প্রাণ গেছে বেশ কয়েকজন চীনা সেনারও। এর পর থেকে উত্তেজনা কমাতে দুদেশের সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠক চলছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান মিলেনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।