প্রকাশ: ২৯ জুন ২০২০, ৩:২৬
সহজ শর্তে সবাইকে বৈধতা দেওয়ার জন্য ২৮ শে জুন রোজ রবিবার বিকেল ৪ঃ০০ ঘটিকায় ইতালির #FIRENZE – শহরের PIAZZA SAN LORENZO এর সামনে ফিরেন্স বাংলাদেশ সমিতির আয়োজনে ফিরেন্স বাংলাদেশ কমিউনিটির সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত Manifestazione – এ উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রউফ (জীবন), ও বাংলাদেশ সমিতির সেক্রেটারী জনাব নুরুল আলম (নুরু), সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ এবং ফিরেন্স আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জনাব শরীফ মৃধা ও ফিরেন্স আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হক, সাধারণ সম্পাদক জনাব আজাদ খান (ইমাম), সাংগঠনিক সম্পাদক হিরণ চৌধুরী প্রমুখ এবং ফিরেন্স বি এন পি’র প্রধান উপদেষ্টা জনাব ওমর শিকদার (মুক্তার) ও উপদেষ্টা বি .ডি .আর মনির, ফিরেন্স বি এন পি’র সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভুঁইয়া (সাগর), সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান জিয়া ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী মনির,